বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করেছে সেনবাগ উপজেলা যুবদল। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সেনবাগ পৌর শহরের দক্ষিন বাজার বিএনপি'র কার্যালয়ে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন ও সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের নেতৃত্বে ৪ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ, ব্যবস্থাপত্র প্রদান ও রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়েছে। একই ভাবে উপজেলা যুবদলের অপর গ্রুপ সেনবাগ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় চত্বরে একই ধরনের কর্মসূচি পালন করে। এতে তারাও তিন শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ ও বিনামূল্যে ওষুধ এবং ব্যবস্থাধপত্র গ্রহণ করেন।
চিকিৎসাসেবা প্রদান করেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেআর রোগ নিয়ন্ত্রণ কর্মকতা (এমওডিসি) ডাক্তার কামাল হোসেন ও রক্তের গ্রুপ নির্নয় করেন ল্যাব টেকনিশিয়ান মোঃ রিয়াদ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।