যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল ও চত্বরে মহানগর এবং জেলা যুবদলের (দক্ষিণ) আয়োজনে রোববার দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সকালে মহানগর যুবদলের কর্মসূচির ফিতা কেটে উদ্বোধণ করেছেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এ সময় মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান, সহ-সভাপতি ওয়াহেদুল ইসলাম তৌহিদ উপস্থিত ছিলেন।
একই সময় রক্তদানের মধ্যদিয়ে দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচির উদ্বোধণ করেন দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান ও সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন। দিনভর রোগীদের বিভিন্ন সেবা দিয়েছেন ড্যাবের জেলা শাখার সভাপতি ডা. জাহাঙ্গীর আলম সেলিম, ডা. অধ্যাপক তালুকদার মুজিব।