দখল, সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের অভিযোগে জেলার গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ, সদস্য ফরহাদ শরীফ এবং বিএনপি কর্মী নাজমুল হাসান মিঠুকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। রোববার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, দেড় লাখ টাকা চাঁদার দাবিতে টরকী বন্দরের ব্যবসায়ী এসএম জামিল হাসান মিঠু সিকদারকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গত ২২ অক্টোবর দিবাগত রাতে পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী সজীব শরীফকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। ওইদিনই পুলিশ তাদের আদালতে সোর্পদ করার পর কয়েক ঘন্টার ব্যবধানে জামিনে বের হন বিএনপি নেতারা।
চাঁদাবাজি ও মারধরের অভিযোগে পুরোপুরি অস্বীকার করে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ বলেন, আমি কোনদিনই চাঁদাবাজির সাথে যুক্ত ছিলাম না। আমার নিজ দলের প্রতিপক্ষরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। সূত্রমতে, গৌরনদীতে চারভাগে বিভক্ত উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এরমধ্যে বহিস্কৃত পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ স্থানীয় বিএনপি দলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের অনুসারি।