বাংলাদেশি মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জেসিয়া ইসলাম এবার মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে টিকেছিলেন তিনি। প্রতিযোগিতার অংশ হিসেবেই বিভিন্ন লুকে মঞ্চ কাঁপিয়েছেন এ অভিনেত্রী। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন, আবার কখনো পোশাকের মাধ্যমে প্রতিবাদের বার্তা দিয়েছেন। দেশে গত জুলাই ও আগস্টের সংঘটিত ছাত্রদের আন্দোলনে ব্যবহৃত একগুচ্ছ শব্দ দিয়ে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে দেখা গেছে এই আলোচিত মডেলকে। মূলত বাংলাদেশে আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছিল, সেই শব্দগুলো দিয়েই নিজের গাউন বানিয়ে তা বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন জেসিয়া ইসলাম। লী রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছিল জেসিয়ার সেই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটাথআন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্রথজনতা’, ‘#মুক্তথবাংলা’, ‘#শান্তি’, ‘#ংধাবথইধহমষধফবংযরথংঃঁফবহঃং’, ‘#কোটাথবাতিল’, ‘#সমানথঅধিকার’, ‘#ঢ়বধপব’, ‘#ঠরপঃড়ৎু’, ‘#ইধহমষধফবংযরথংঃঁফবহঃথসড়াবসবহঃ’, ‘#কোটাথবাতিল’, ‘#বিচারথচাই’। ইনস্টাগ্রামে ওই পোশাকে নিজের ছবি শেয়ার করে জেসিয়া লিখেছেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।’ উল্লেখ্য, এবারের মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে। সেখানেই তার যাত্রা শেষ হলেও বিশ্বমঞ্চে আরও একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। তারপরই বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। এদিকে, অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে জেসিয়াকে। এর আগে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন মডেল জেসিয়া ইসলাম।