যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্ রাখেন পৌর বিএনপি'র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আবদুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আবদুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও যুবদল নেতা আবদুল গফুর। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জননেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ হোসেন। সবশেষে পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও পৌর এলাকারয় বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, পৌর যুবদল নেতা বিল্লাল হোসেন, সুজন রহমান, নয়ন হোসেন, মাহবুবুর রহমান, মহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন, বিপ্লব হোসেন শাহারিয়ার হোসেন, ইকরাম হোসেন ইকবাল হোসেন, হাফিজুর রহমান, পৌর ছাত্রদল নেতা আশিকুর রহমান, ইকরামুল, সাব্বির হোসেন, মাসুম, শিমুল, মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম প্রমুখ।