নাসিরনগর উপজেলা সমিতি ঢাকা' এর দ্বি-বার্ষিক সম্মেলনে ড. হাফিজ উদ্দিন ভূইঁয়া সভাপতি ও সৈয়দ মোহাম্মদ সাফিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মিলতায়নে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া রেনুর সভাপতিত্বে সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় প্রথম অধিবেশনের সাধারণ সভায় সাবেক হাই কমিশনার সফি ইউ আহমেদ জিতু, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, অধ্যক্ষ এম এ মোনায়েম, লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফ, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, ডা: সামসুল কিবরিয়া পাভেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য সমিতির ৭১ সদস্যের কার্যকরি কমিটির মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে ২২ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মো: সাফিন, সিনিয়র
সহ সভাপতি শাহনেয়াজ চৌধুরী,সহ সভাপতি মো. কাওছার মিয়া,১ ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাফাত মোর্শেদ শুভ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহনূল করিম গরীবুল্লাহ সেলিম,আবু কাওছার ভূঁইয়া,এড. আমিনুল ইসলাম মুনির,এড. লিয়াকত আলী,এড. মুহিদ উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম পারভেজ, মো: আলী আশরাক রবিন,সহ- সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান বাবুল,মো. মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ,দপ্তর সম্পাদক আবুল হাসান চৌধুরী,সহ দপ্তর সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া,কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রিয়াদ,সহ কোষাধ্যক্ষ মো. হাফিজুর রহমান,প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির, সহ প্রচার সম্পাদক মো. জুমন আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউল করিম সুহেল।