কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ। এ সময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া।
পুলিশ জানায়, রোববার ভোর রাতে গ্রেপ্তার দুইজন বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে। এ সময় তারা অফিসেরে ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে রেজিষ্টার-২ বহি ১২টি, রেজিষ্টার-১২ বহি ১টি, বেশকিছু নামজারী নথি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুপুরের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে চুরি যাওয়া পানি পাম্প উদ্ধার করা হয়।পরে তাদের নামে মামলা দেয়া হয়।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ জানান, আগুন দেয়ার ফলে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।