পিরোজপুরে দ্রব্যমুল্য সহনীয় পর্যায় রাখতে রোববার সকালে জেলা প্রশাসন, জেলা টাস্কফোর্স, ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। এ সময় গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জেলা বাজার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারন) মোঃ সেলিম হোসেন। অভিযানে পিরোজপুর জেলা শহরের প্রধান বাজারের মুদি, কাঁচাবাজার, ডিম, মুরগী বাজারসহ বিভিন্ন দ্রব্যের দাম যাচাই করা হয়। অভিযানকালে বাজারের দু’জন আলু ব্যবসায়ী ও দু’জন মুরগী ব্যবসায়ীর ক্রয় রশিদের সংগে বিক্রয় মুল্যের ্য অসংগতি থাকায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রব্যমুল্যের তালিকা লটকিয়ে না রাখা ও ক্রয়-বিক্রয় মূল্যে অসংগতি থাকায় তাদেরকে সতর্ক করে দেন।
অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যজিস্ট্রেট ফাহমিদা আক্তার, জেলা বাজার কর্মকর্তা আবদুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।