ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আল ফাতাহ্ খানের নেতৃত্বে গফরগাঁও উপজেলার পাঁচবাগ বাজার ও দরগাতলা বাজারে শান্তি ও সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারিত্বের বিরুদ্ধে ইউনিয়নে ১ ও ৯ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত গত শনিবার ও শুক্রবার সন্ধ্যায় এই শান্তি ও সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।