ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে লালমোহন উপজেলা ও পৌরসভা যুবদল।
রোববার সকাল ১০ টায় লালমোহন উপজেলা অডিটোরিয়াম হলে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও রক্ত দানের কর্মসুচির উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
এ-সময় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন,যুবদল হলো শহিদ জিয়ার প্রানের সংগঠন, তাই এমন কোন কার্যকালাপ করা যাবে না, যাতে করে এই সংগঠনের বদনাম না হয়। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা করতে হবে এবং বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মোসলেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজি হাসনুজ্জামান ও পৌরসভা সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ প্রিন্সিপাল, যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল তালুকদার, সফিউল্লাহ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম শাহিন, সদস্য সচিব ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, যুগ্ম আহ্বায়ক মিজান হাওলাদার সহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীরা।