খুলনার ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে রোববার দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন কৃষি সম্প্রসারণ দপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন।বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর খুলনার প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা,জেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা এস,এম মিজান মাহামুদ। প্রশিক্ষক হিসেবে ছিলেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুল ইসলাম,প্রশিক্ষক অধীর চন্দ্র বিশ্বাস প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩০ জন কন্দাল ফসল চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।