রোববার(২৮অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। রাজারহাট রেল স্টেশনের পাশে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান। প্রধান অতিথি বলেন, যুবশক্তিকে কর্মশক্তিতে রুপান্তর করতে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নয়ন আলী। এর আগে উপজেলা যুবদলের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।