বহুদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২৮বছর পর কোন বাধা বিপত্তি এবং বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এ- ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন। শনিবার (২৬ অক্টোবর) অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ত্রিবার্ষিক নির্বাচনে হাসান-সান্টু-মুছা পরিষদ চশমা প্রতীক এবং হাবিব-রবিউল-অহিদুল পরিষদ হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রাখেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানের নেতৃত্বে গোটা নির্বাচনী এলাকা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইন-শৃংখলা বাহিনী। কঠোর নিরাপত্তা বেষ্টনের মধ্যে স্থানীয় ও বহিরাগত সদস্য ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে শনিবার রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে হাসান-সান্টু-মুছা পরিষদ চশমা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। এদিকে হাবিব-রবিউল-অহিদুল পরিষদে সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে শরিফুজ্জামান পরাগ বিজয়ী হন। এ ত্রিবার্ষিক নির্বাচনে ১৬০জন ভোটারের মধ্যে ১৩২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। হাসান-সান্টু-মুছা পরিষদের সভাপতি পদে মো. আবু হাসান ৭৮ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব পান ৫৪ ভোট। এই পরিষদের সহ-সভাপতি (১) পদে আবদুল মোমেন খান চৌধুরী (সান্টু) ৭৪ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম ৫৬ ভোট পেয়ে পরাজিত হন। একই পরিষদের সহ-সভাপতি (২) পদে কাজী ইমাম উদ্দিন ৭৯ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৫৭ভোট। ওই পরিষদে সাধারণ সম্পাদক পদে মো. আবু মুছা ৮২ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুল ইসলাম পান ৪৭ ভোট। একই পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিলকিস সুলতানা সাথী ৬৭ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ফারুক বাবু পান ৫৯ভোট। হাবিব-রবিউল- অহিদুল পরিষদের সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে শরিফুজ্জামান পরাগ ৬৬ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পান ৬২ভোট। হাসান- সান্টু-মুছা পরিষদের কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমির হামজা ৮০ভোট পেয়ে এবং বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মন্টু পান ৪৮ ভোট। একই পরিষদের বন্দর বিষয়ক সম্পাদক পদে রিয়াজুল হক ৭০ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসরাইল গাজী পান ৫৫ ভোট। একই পরিষদে অর্থ সম্পাদক পদে আবদুল গফুর সরদার ৮১ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুন্সির রইসুল হক পান ৪৬ ভোট। হাবিব-রবিউল-অহিদুল পরিষদের কার্যনির্বাহী সদস্য পদে আমিনুল হক আনু ৮০ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম লুৎফর রহমান পান ৬৫ভোট। হাসান-সান্টু-মুছা পরিষদের কার্যনির্বাহী সদস্য পদে মফিজুর রহমান ৬৭ভোট, মুস্তাফিজুর রহমান নাসিম ৬৭ভোট, শাহানুর ইসলাম শাহীন ৬৮টি ভোট পেয়ে বিজয়ী হন। এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুজ্জামান ৫৫ভোট পেয়ে পরাজিত হন। এ ত্রি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী জোর প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের ১৩টি পদের মধ্যে ১১টি পদে বিপুল ভোট পেয়ে বিজয়ী হন হাসান-সান্টু- মুছা পরিষদ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিব-রবিউল- অহিদুল পরিষদ পান ২টি পদ। এ ত্রিবার্ষিক নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সর্বক্ষণ পর্যবেক্ষণ করেন সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মনিরুল ইসলাম।