গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় 'বিশ্ব শিক্ষক দিবস' পালিত হয়েছে। এ উপলক্ষে অভিভাবক সমাবেশ, মসজিদের পাঠাগার উদ্বোধন, শিক্ষক উন্নয়ন সংলাপ ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। ২৬ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের মানব উন্নয়ন চত্বরে "টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগার" কার্যালয়ের মাঠে দিবসটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান, গাজীপুর জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনজুরুল আলম মজুমদার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কামরুজ্জামান সবুর, উজলী দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমতাজ উদ্দিন প্রমুখ। টোক সংবাদপত্র পাঠক ফোরামের সভাপতি মোহাম্মদ মনজুরুল হক গাজী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুল ইসলাম ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্র শিক্ষক সোহাইল আহমাদ। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ মসজিদ পাঠাগার ও আসবাবপত্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।