দিনাজপুরের পার্বতীপুরে প্রথম মিজানুর রহমান সিয়াম গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের সাবেক জিন্নাহ মাঠে টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বতীপুর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক। টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশ নেয়। পার্বতীপুর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীর বাদল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক কাউন্সিল জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন বাবু, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু ও পার্বতীপুর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি হাসান আলী প্রমুখ। খেলায় পার্বতীপুরের ৪ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাডেমি ১০ ওভার ৭ উইকেটে ১৮৭ রানে ১নম্বর বেলাইচন্ডি একাডেমিকে ১০ ওভারে ৭ উইকেটে ৬৩ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পার্বতীপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাডেমি নির্ধারিত ১০ ওভার ৭ উইকেটে হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। এর জবাবে পার্বতীপুর উপজেলার ১নম্বর বেলাইচন্ডি একাডেমিকে ১০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ বিশাল ও ম্যান অব দ্যা সিরিজ নয়ন হন।