ভোলার দৌলতখানের খায়ের হাটে বসত বাড়ির জমি দখলের চেষ্টায় ব্যর্থহয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাফর মেম্বার। উপজেলার দক্ষিণ জয়নগরের ৪ নং ওয়ার্ডের জাফর (মাতবর) মেম্বার ২৪ অক্টোবর প্রকাশিত সংবাদে ভিন্ন মত পোষণ করে বলেন, ৯ অক্টোবর ভোরে আমি লোকজন নিয়ে নজরুল ইসলাম বাবুল ডাক্তারের বাসায় যাইনি। তিনি আরও বলেন, বাবুল ডাক্তারের সাথে ১৪ শতাংশ জমি নিয়ে আবুল কালাম ও নজরুল ইসলাম গংগদের সাথে বিরোধ চলমান। ওই জমি আবুল কালাম ও নজরুল ইসলামের বাবা জেবল হক শিকদারের জীবদ্দশা থেকে তাদের নামে ১৯৮৪ সালে ডিসিআর নেয়া। হালনাগাদ ডিসিআর পাওয়ার জন্য তারা ভূমি অফিসে আবেদনও করেছে। নজরুল ইসলাম বাবুল ডাক্তার তার নামে ডিসিআর এর কথা বলে জোর পূর্বক জমি দখলে রাখার চেষ্টা করে ভূমি অফিসে ঘুরছে। দৌলতখান প্রেস ক্লাবে এসে জাফর মেম্বার জানান, গত ১৫ অক্টোবর বাবুল ডাক্তার রাতে আমার মালিকানাধীন ছ' মিলে ঢুকে মিলের ক্ষতি করার জন্য খনকারির তাবিজ তুমার করার জন্য আসে। স্থানীয় লোকজন মিলের ভিতর তাকে হাতে নাতে ধরে আটকে রাখে। পরে মিলের ক্ষতি হলে সেজন্য বাবুল ডাক্তার দায়ী থাকবে বলে স্থানীয় লোকজনের সামনে স্ট্যাম্পে তার হাতে লেখে সাক্ষীর দস্তখত সহ সে স্বাক্ষর করেন।