অভিশপ্ত ভবদহের স্থায়ী জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ভবদহ অভিমুখে লংমার্চ সফলে মণিরামপুরে বিএনপি লিফলেট বিতরণ ও মিছিল করেছে। শনিবার সন্ধ্যায় থানা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদ্জ্জুামান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, থানা বিএনপির সদস্য এস কে আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইজাজুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, ছাত্রদল নেতা মাকসুদুল আলম রোহান প্রমুখ।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু বলেন, রোববার ১০ দফা দাবী আদায়ের লক্ষে ভবদহ অভিমুখে লংমার্চ ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনিন্দ্য ইসলাম অমিত।