"পানি সরাও মানুষ বাঁচাও, পানি বন্দি মানুষের পাশে দাঁড়াও" শ্লোগানকে সামনে রেখে ভবদহের স্থায়ী সমস্যা সমাধানের লক্ষে মণিরামপুর থানা বিএনপির ডাকে ১০ দফা দাবিতে রোববার লাংমার্চ ও গণ জমায়েত অনুষ্ঠিত হবে। উপজেলার বিল কপালিয়া পাড়ের রাজবংশীপাড়ার মন্দির মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করবেন মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। গণজমায়েত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। রোববার দুপুর ৩টার সমাবেশ সফল করতে এবং আলোচনা সভাস্থলের মঞ্চ ও সাজসজ্জা পরিদর্শন করতে বিএনপি নেতা শহীদ মোঃ ইকবাল হোসেন শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২৭ বিলের পানিতে প্লাবিত এবং মরণফাঁদ ভবদহের করালগ্রাসে নিমজ্জিত এলাকাবাসীর জন্য যে ১০ দফা দাবি উপস্থাপিত হবে তা হলো, আমডাঙ্গা খাল খননের মাধ্যমে প্রশস্ত করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। পাওয়ায় পাম্পের সংখ্যা বৃদ্ধি করে অতিদ্রুত পানি সরানো। নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা। জলাবদ্ধ এলাকা সমূহকে দূর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত খাদ্য সামগ্রী সরবরাহ করা। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীসহ কৃষকদের ভর্তুকি প্রদান করা। প্লাবিত এলাকায় ওষুধ সরবরাহ ও চিকিৎসার ব্যবস্থা করা। প্লাবিত এলাকার কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা। পানিতে প্লাবিত এলাকায় এনজিও'র কিস্তি বন্ধ করা এবং ব্যাংকের ঋণের সুদ মওকুফ করে সহজ শর্তে ঋণ প্রদান করা। এ ছাড়া পানিবন্দি বানভাসি মানুষের মাঝে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা। সভাস্থলের মঞ্চ পরিদর্শনে সময় অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন-এর সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বর, বিএনপি নেতা ফারুক হোসেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী প্রমুখ।