কেশবপুরে বিয়ের প্রলোভনে প্রতারণা করে এক গৃহবধুর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলার শ্রীফলা গ্রামের মৃত কালাচাঁদ বিশ্বাসের মেয়ে রেহেনা খাতুনের সাথে একই উপজেলার কোমরপোল গ্রামের লুৎফর রহমানের ছেলে মুস্তাক আহম্মেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জের ধরে তারা দুজনে স্বামী-স্ত্রীর মত বসবাস করতে থাকে। এরই সুযোগে মুস্তাক আহম্মেদ বিভিন্ন সময়ে রেহেনা খাতুনের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। ২ বছর আগে মুস্তাক আহম্মেদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেহেনা খাতুনকে রেখে মালয়েশিয়ায় চলে যায়। বিদেশে গিয়েও মুস্তাক আহম্মেদ টাকা-পয়সা পাঠানোসহ রেহেনা খাতুনের সাথে যোগাযোগ রাখতো। গত ১ মাস থেকে মুস্তাক আহম্মেদ তার বাবা মা ও প্রতিবেশী আবু তাহেরের কুপরামর্শে রেহেনা খাতুনের কাছে টাকা-পয়সা পাঠানোসহ সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। বর্তমান মুস্তাক আহম্মেদের পরিবার বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে রেহেনা খাতুনকে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। ফলে সে ভয়ে ভয়ে রাত্রি যাপণ করছে। এ ঘটনায় ২৫ অক্টোবর রেহেনা খাতুন বাদী হয়ে মুস্তাক আহম্মেদ তার বাবা লুৎফর রহমান, মা তাছলিমা খাতুন ও প্রতিবেশী আবু তাহেরের নামে কেশবপুর থানায় অভিযোগ করেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মকলেছুর রহমান বলেন, শুক্রবার এ-সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।