কাটা গাছের ডাল পড়ে মো. আব্বাস উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের চৌহন্না বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি এ বাড়ির মৃত মো. আবদুল হাকিমের ছেলে। এদিকে গাছের ডাল পড়ে একজনের মৃত্যু হয়েছে শুনে গাছের ক্রেতা আলম বেপারী ষ্টোক করেন। তাকে কুমিল্লা রেফার করা হয়েছে।
নিহতের স্বজন শুকুর আলম জানান, গাছ ব্যবসায়ী আলম বেপারী ব্যবসার জন্য চৌহন্না বাড়িতে গাছ কিনেন। শনিবার সকালে দিন তিনি গাছ কেটে আনার জন্য লোকজন নিয়ে ঐ বাড়িতে যান। শ্রমিকরা গাছে উঠে কুড়াল দিয়ে গাছের ডাল কাটাবস্থায় কাটছিলেন বৃদ্ধ আব্বাস নিচ দিয়ে অতিক্রম করা কালে সময় হঠাৎ করে একটি কাটা ডালটি তার মাথার ওপর পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজনসহ শ্রমিকেরা গাছের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান ওই বাড়িতে উপস্থিত হয়ে নিহত আব্বাসের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।
এদিকে আব্বাসের মৃত্যুর বিষয়টি জানতে পেরে গাছের ক্রেতা ফার্নিচার ব্যবসায়ী আলম বেপারী জ্ঞান হারিয়ে ফেলেন (অচেতন হয়ে পড়েন)। এ সময় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কুমিল্লায় রেপার করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।