বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের কুয়েত প্রবাসীর দালানে চেতনা নাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এত একই পরিবারে ৯ জনকে অজ্ঞান হয়ে পরে। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের কুয়েত প্রবাসী দেলোয়ার হোসেন দিলীপ বাহাদুরের নিজ বাড়ির দ্বিতল ভবনের নিজ তলায় তিনটি রুমে স্ত্রী শাহানাজ বেগম(৪৩), মেয়ে নাফিজা আক্তার (১৭) ও নুশরাত আক্তার (৮),রুমে শ্বশুর মাজেদ আকন(৮০), ভাতিজা হৃদয় বাহাদুরের স্ত্রী আয়শা বেগম(২৪) প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। রাতের কোন একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তিনটি রুমেই জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে। এতে ওই কক্ষগুলোর সবাই অজ্ঞান হয়ে পরে। তারা শনিবার সকালে ঘুম থেকে না উঠলে ভবনের দ্বিতীয় তলায় বসবাস করা গিয়াস উদ্দিন বাহাদুরের স্ত্রী দোয়েল বেগম(২৭)তারা ঘুম থেকে না ওঠায় ওই কক্ষে সকলকে ডাকাডাকি করলে রুমের কেউ সারা না দেয়াতে তিনি স্থানীয়দের জানালে স্থানিয়ারা দরজাভেঙ্গে রুমেপ্রবেস করে। প্রথমে দোয়েল আক্তার(২৭), মুক্তি বেগম(২৬) তারা রুমে প্রবেস করলে তারাও অজ্ঞান হয়ে পরে এত মোট ৯জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে শাহানাজ বেগম বলেন, আমরা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাই। রাতে কেবাকাহারা আমাদের রুমে জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এতে আমরা সকলে অজ্ঞান হয়েপরি। স্থানিয়রা আমাদের সকাল ১০টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরে। আমার এখন সকলে একটু সুস্থ্য। আমার স্বামী দেলোয়ার হোসেন দিলীপ বাহাদুর ২৮ বছর ধরে কুয়েত প্রবাসী।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার শিরি কুমার গাইন বলেন, চেতনা নাশক স্প্রে করেকারনে এরা অজ্ঞান হয় বলে ধানরা করা হয়। সকলে এখন আসংখ্যা মুক্ত।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউর রহমান বলেন, একই পরিবারের ৯ জন অজ্ঞানের কথাসুনেছি। তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।