খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে জেলা শহরের মিলনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দৈনিক সমকাল পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের করা একটি মামলাসহ সদর থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি প্রদীপ চৌধুরী। এ ছাড়া তার বিরুদ্ধে মানিকছড়ি ও পানছড়ি থানায় মামলা রয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।