জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আবুুল হাসানাত আব্দুল্লাহর মেঝ ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
শনিবার সকালে বিভিন্ন গণমাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রমতে, এর আগে বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহসহ তার পরিবারের সাতজনের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। একইসাথে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবও স্থগিত রাখতে বলা হয়।
ব্যাংক হিসেব স্থগিত করা পরিবারের সদস্যরা হলেন-আবুল হাসানাত আব্দুল্লাহর প্রয়াত স্ত্রী সাহান আরা বেগম, হাসানাতের বড় ছেলে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মেঝ ছেলে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক (গ্রেপ্তারকৃত) সেরনিয়াবাত মঈনউদ্দিন আব্দুল্লাহ, ছোট ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, সাদিক আব্দুল্লাহর স্ত্রী লিপি আব্দুল্লাহ ও তাদের পরিবারের আরেক সদস্য ফিরোজা সুলতানা।
সূত্রে আরও জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন শুরুর আগেই আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছোট ছেলে আশিক আব্দুল্লাহ ভারতে পাড়ি জমিয়েছেন। অদ্যবর্ধি হাসানাত আব্দুল্লাহ তার একমাত্র মেয়ে কান্তা সেরনিয়াবাতের ভারতের বাসায় অবস্থান করছেন। দলের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বরিশালের বাড়িতেই ছিলেন সাদিক আব্দুল্লাহ। ওইদিন বিক্ষুব্ধরা তার কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে অগ্নিসংযোগ করার পর বাড়ির পেছন দিয়ে নেতাকর্মীদের সহায়তায় পালিয়ে যায় সাদিক আব্দুল্লাহ। এরপর গোপালগঞ্জে বেশ কয়েকদিন আত্মগোপনে থেকে তিনিও (সাদিক) ভারতে পাড়ি জমিয়েছেন। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আকস্মিকভাবে বরিশালে ঘুরে যান সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর মেঝ ছেলে মঈনউদ্দিন আব্দুল্লাহ। ওইসময় তার সাথে ছিলেন অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ। সেইসময় মঈনউদ্দিন আব্দুল্লাহ দাবি করেছিলেন, মুয়াজ আরিফ তার বাল্যকালের বন্ধু। বিষয়টি নিয়ে ওইসময় বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো।