জয়পুরহাটে কালাই উপজেলার বাখড়া গ্রামের কছিমুদ্দিনের বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মূখে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, গরু ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার ভোর রাতে ওই উপজেলার বাখড়া গ্রামের কছিমুদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহতরা হলেন, গৃহকর্তা মো.কছিমুদ্দিন (৬৬),কছিমুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগমকে (৫৪), বড় ছেলে গোলাম মোস্তফা (৪০) ছোট ছেলে এরশাদুল ইসলামের স্ত্রী মালা বেগম (২৮) গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৭)ও ছেলে রাহিফ (৭)। তবে গুরুত্বর আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা হাসপাতালে এবং মালা বেগমকে জয়পুরাট জেলা হামপাতালে ভর্তি করা হয়েছে। আর অবশিষ্টদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গৃহকর্তা মো.কছিমুদ্দিন ও বড় ছেলে গোলাম মোস্তফা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ৮/১০ জনের ডাকাত দল তাদের বাড়ির সিমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের সঙ্গে থাকা লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ৬ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি বিদেশী জাতের গরু, ৩ লাখ টাকার ২ ভরি স্বর্নালঙ্কার, অর্ধ লক্ষাধিক টাকার চাল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার ও কান্নাকাটি করলে ডাকাতরা রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী ভাবে সবাইকে মারপিট করতে থাকে। এতে তারা ৬ জন আহত হয়। তবে কিছুটা সুস্থ হলে থানায় মামলা করবেন বলেও তারা জানান
এই বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ইতোমধ্যে পুলিশি অভিযান চলছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।