বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্রজনতা যেন মামলায় সঠিক বিচার পায় সে জন্য বর্তমান সরকারকে সে দিকে দৃষ্টি দিতে হবে। বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। দীর্ঘায়িত করলে এ জাতির কাছে জবাব দিতে হবে। জাতির এই ক্রান্তি লগ্নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী রেলওয়ে ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন এর সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম ও শায়েখ ইউসুফ আল মাদানী এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওঃ খুরশিদ আলম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওঃ তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামি নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ বোরহান উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওঃ আবদুল কাইয়ুম মামুন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নোয়াখালী সভাপতি আবদুর রহমান জিহাদী সহ অনেকেই।