জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে বসে শুক্রবার সন্ধ্যায় যুবলীগ নেতার ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। স্থানীয় চিহ্নিত মাদক সেবীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে ওইদিন রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার সকালে আহত যুবলীগ নেতা অভিযোগ করে বলেন, মাহিলাড়া বাজারের পানের আড়তে কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাজারের আলামিনের চায়ের দোকানের সামনে বসে স্থানীয় লালন সরদারের ছেলে হৃদয় সরদারের নেতৃত্বে তার ৬/৭ জন সহযোগিরা অর্তকিতভাবে হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুত্বর জখম করেছে। তিনি আরও জানান, হামলাকারীদের সাথে তার কোন বিরোধ নেই। তারা (হামলাকারী) যে দল ক্ষমতায় থাকে তাদের ছত্রছায়ায় থেকে মাদক বিক্রি করে। ধারনা করা হচ্ছে পানের আড়ত উৎখাত করার জন্য মাদক বিক্রেতাদের ভাড়া করে তার ওপর হামলা চালানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।