পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার কচা নদীতে মা ইলিশ শিকারের দায়ে এক জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলে হলেন উপজেলার চিড়াপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৫)। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভিযানের সময় কচা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ওই জেলেকে আটক করা হয়। এ সময় ব্যবহৃত ৪ হাজার মিটার অবৈধ জাল ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।