পিরোজপুরে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাসহ ৮জনকে বিভিন্ন অপরাধে আটক করেছে পুলিশ। ২৬ অক্টোবর শনিবার এদের মধ্যে ৫জনকে গ্রেপ্তার দেখিয়ে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার হওয়া এরা হলেন উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের ছেলে মারুফ হোসেন (২১), চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের শ্রমিকলীগ নেতা মৃত মাহাতাব হোসেনের ছেলে মোঃ জুয়েল (৪৩)। এ ছাড়া উপজেলার বাশুরী গ্রামের বেল্লাল হোসেনের ছেলে জিসান (১৯), একই গ্রামের মোঃ লাভলু হোসেনের ছেলে মোঃ রাব্বী (২০), বাশুরী গ্রামের মোঃ আলম এর ছেলে হৃদয় (১৯)। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে ৮জনকে প্রথমে আটক করা হলেও ৫জনকে বিভিন্ন অপরাধে জেল হাজতে প্রেরণ করা হয়। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।