জাতীয় পার্টির (জাপা) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মনোনীত হয়েছেন শহিদুল ইসলাম (জিএম শহিদ)। জিএম শহীদ বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের সন্তান। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়াও তিনি বরিশাল জেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব সংহতির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন।
২৬ অক্টোবর ঘোষিত জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে মোঃ আলমগীর শিকদার লোটনকে আহ্বায়ক ও মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত হয়েছে।
জাপার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ অক্টোবর দলের চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১ সদস্যের কমিটির অনুমোদনের এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।