চট্টগ্রামের হাটহাজারীতে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সরকারদীঘি সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার এলাকা থেকে শুক্রবার রাত সোয়া আটটার দিকে সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটির দৈঘ্য প্রায় ১২ ফুট ও ওজন ১৫ কেজির মত হবে। এলাকার সাধন বড়ুয়া ও সেতু বড়ুয়া জানান, সাপটি এই কমিউনিটি সেন্টার এলাকায় দেখতে পেয়ে তারা আটক করে। পরে বিষয় বন বিভাগকে জানালে বন বিভাগের লোকজন এসে সাপটি নিয়ে যায়। হাটহাজারী বন রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম উদ্ধারকৃত সাপটি বন এলাকায় অবমুক্ত করা হবে বলে গনমাধ্যমকে জানান।