বিল জাকাতিয়ার সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির এক সভা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ফুলতলা ইসলামি পাঠাগারে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতের আমির আবদুল আলিম মোল্যা, কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ নূর ইসলাম গাজী ও এনামুল হোসেন পারভেজ, যুগ্ম আহ্বায়ক মাওঃ শেখ ওবায়দুল্লাহ, সমন্বয়ক মোঃ ফিরোজ মোড়ল ও শাহীন সর্দার, কমিটির সদস্য সাংবাদিক শামসুল আলম খোকন, তাপস কুমার বিশ্বাস, মোঃ নেছার উদ্দিন, শেখ মনিরুজ্জামান, সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান সরদার প্রমুখ। সভায় খুলনা জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরাশন সংক্রান্ত আলোচনা, রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে ব্যাংক ও এনজিও এর নিকট থেকে মৎস্য চাষী ও কৃষকদের নেওয়া ঋণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষনার সিদ্ধান্ত গৃহিত হয়।