নাজমুন মুনিরা ন্যান্সি স্কুলে থাকতেই, বাংলাদেশ বেতারের কলকাকলিতে নিয়মিত গান এবং বিটিভি-তে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। ২০০৫ সালে সদ্য কলেজপড়ুয়া ন্যান্সি হঠাৎ করেই বাংলা চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পান। এরপরের গল্প আর কারো অজানা নয়। একের পর এক গান নিয়ে পৌঁছে গেছেন শ্রোতাদের হৃদয়ের খুব কাছে। স্বীকৃতির ঝুলিও ক্রমশ হয়েছে বড়ো! সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার জিতেছেন টানা সাত বার (২০০৯- ২০১৫)। মাত্র ২৩ বছর বয়সে, ২০১১ সালে 'প্রজাপতি' চলচ্চিত্রে 'দু'দিকেই বসবাস' গানটি গেয়ে, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন, সিটিসেল- চ্যানেল আই অ্যাওয়ার্ড, বিনোদন বিচিত্রা স্টার অ্যাওয়ার্ডসহ আরো অনেক সম্মাননা, পুরস্কার। স্বর্ণকণ্ঠী এই সংগীতশিল্পীর সঙ্গে কথা বলেছেন সংবাদমাধ্যম।
পরিবর্তিত বাংলাদেশে কেমন আছেন? কেমন লাগছে?
দেশ এখন ভালো আছে যদিও কিছু অস্থিরতা কাজ করছে। তবে ক্ষেত্রে এখনো মানসিকভাবে খুব ভালো আছি। যখন থেকে ফ্যাসিস্ট নিয়েছে, তখন থেকেই স্বস্তি ফিরে স্নকার বিদায় এসেছে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র জুরি বোর্ডে সদস্য হিসেবে অন্তর্ভুক্তি, কেমন উপভোগ করছেন? অনুভূতি ভালো। একটা সময় শুনেছি আমার গান থাকলেই নাকি সেন্সরে সমস্যা সৃষ্টি হতো, আমি এখন সেখানে গুরুত্বপূর্ণ দয়িত্বে আছি-এটা নিঃসন্দেহে আমার জন্য ভালো লাগার। জুরি বোর্ড থেকে কাঞ্চন ভাই সরে গেছেন, অপি আপাও নেই, এমনকি প্রিন্স মাহমুদ ভাইও নেই যেহেতু তার গন এই বছর জমা পড়েছে। নিয়ম অনুযায়ী কোনো কাজ জমা থাকলে সেখানে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। সে কারণেই নেই তিনি। এই তিন জনের শূন্যতা এখনো পূরণ হয়নি। পূরণ হলে কমিটির কাজ শুরু হবে।
নিজের গানের সংখ্যা কত-সিনেমা এবং আধুনিক দুই শাখা মিলিয়ে?
গানের হিসাব নেই আমার কাছে দুই থেকে আড়হিশোর মতো হতে পারে।
সংগীতজীবনের শুরু কীভাবে? হাবিব ওয়াহিদের সাথে কাজ করার শুরুটা সম্পর্কে জানতে চাই। তিন বছর বয়স থেকে গান শিখি। আমার মায়ের ওস্তাদ তারাপদ দাস। মা'র সাথে আমিও তাঁর কাছে গান শিখেছি। আমার মা আমাকে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা সবকিছু শিখিয়েছেন। শেষ পর্যন্ত গান শেখাটা কাজে লেগেছে আমাদের বাসার কাছেই একটি কালচারাল প্রোগ্রামে ফেরদৌস ওয়াহিদ গান গাইতে গিয়েছিলেন। মা গিয়েছেন গান শুনতে, আমিও সেই স্টেজে গান গেয়েছিলাম, সেই থেকে শুরু। হাবিব ওয়াহিদ তখন ফ্রেশ কিছু ভয়েস খুঁজছিলেন হাবিব ভাই ডাকলেন, 'ভালো বাসবো বাসবোরে বন্ধু তোমায় যতনে'-পুরো গানটা শেষে সবাই এক সাথে যে কেরাস অংশটা গায় তাদের সাথে দুই লাইন আমাকেও গাইতে হলো। ভয়েস রেকর্ড শেষ, আমার মন খুব খারাপ, আমি এসেছি গান গহিতে, দুই লাইন গাওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে-এটা তো আমাকে বলা হয়নি। এদিকে আমি যে সিনেমায় গান গাইলাম-এটা তো কাউকে বলতেও পারছি না। পুরো গানটা হাবিব ওয়াহিদের। কোরাসে কে কে গাইছে তা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই দুটো লাইন শুনেই হাবিব ওয়াহিদ আমাকে নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
কোন মাধ্যমে গান করতে বেশি ভালো লাগে?
সিনেমাতে গান গাইতে বেশি ভালো লাগে। আমার যাত্রা শুরু সিনেমা দিয়ে। ফিল্মে ৪-৫ বছর কাজ করার পর অ্যালবামে এসেছি।
বাংলা গানের সময় সামগ্রিকভাবে এখন ভালো নাকি আগে বেশি ভালো ছিল?
আগে শ্রোতার অনেক ডেডিকেটেড ছিল। এখন কম। আমি ২০০৫ থেকে কাজ শুরু করেছি, প্রচার শুরু হয়েছে ২০০৬ সাল থেকে। সেই সময়টার কিছু আগে আমরা অডিও ক্যাসেটের সময়ে ছিলাম তারপর সিডি, ডিভিডি, আর এখন তো মোবাইল অতি দ্রুত এই পরিবর্তন শিল্পী এবং শ্রোতা-দুইয়ের মধ্যেই একটি পরিবর্তন এনেছে। একসময় উৎসবে রস্তার মোড়ে মোড়ে গান বাজত, অ্যালবামের কভার পেজে শিল্পীর ছবি এবং গানের কথা দেখে দেখে গান শোনা, কোনো তারকার ইন্টারভিউ পত্রিকায় এলে সেই পেপার কাটিং যতœ করে রেখে দেওয়ার মতো ইমোশনটা আর নেই এখন। সব কিছু সহজলভ্য হয়ে গেছে। মোবাইলের ভেতর ঢুকে গেছে সব। এত দারুণ কণ্ঠ আপনার, পৃথিবীর অন্য কোথাও বা বাংলাদেশের অন্য সময়ে থাকলে আরো ভালো গান উপহার দিতে পারতেন বলে মনে করেন?
আমি যদি গায়িকা না হয়ে নায়িকা হতাম আমি যদি পাখি হতাম-এগুলো কথার কথা। আর মূল্যায়ন অবমূল্যায়ন সব জায়গাতেই আছে। ভারতে এমন অনেক গুণী শিল্পী অছেন যাদের বলিউড ইন্ডাস্ট্রি চেনেই না। আমার দেশ এবং দেশের মানুষ আমাকে অনেক দিয়েছে। কখনোই ভাবি না অন্য দেশে জন্মালে আরো ভালো কিছু করতাম।
শিল্পীজীবনে তিক্ত অভিজ্ঞতা কী?
আমাদের এখানে যে বিষয়টি আমার খারাপ লাগে, সেটা পলিটিক্স। যদি শিল্পীদের পলিটিক্স হতো, গানের পলিটিক্স হতো, মেনে নিতাম। কিন্তু একটি দেশের সরকার শিল্পীদের নিয়ে রাজনীতি করবে-এটা মানতে পারি না। শিল্পীদের শিল্পসত্তার বিকাশে বাধা দেওয়া কোনো গোত্র কখনোই সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। শিল্পীদের চাল হিসেবে ব্যবহার করা এবং যাদের ঢাল হিসেবে ব্যবহার করা যাচ্ছে না, যাদের আলাল মতাদর্শ আছে, তাদের নাম শিল্পীর খাতা থেকে কেটে ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়া-এটা প্রচ- খুশিত একটি কাজ। আমার জীবন থেকে প্রায় এক যুগ সময় কেড়ে নেওয়া হয়েছে। এই সময় কি আমি ফেরত পাব?
আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কী বলবেন?
নতুন করে পান তৈরির ইচ্ছে শিল্পীদের মরে যাচ্ছে। কারণ নতুনরা চিন্তা করছে, অন্য শিল্পীর গাওয়া ১০টা হিট গান কভার করে স্টেজ করলেই নাম ও ইনকাম হচ্ছে এজন্যে মৌলিক গান করার ইচ্ছে কমে যাচ্ছে। নতুন নতুন গান সৃষ্টি না হলে মিউজিক ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে।
স্টেজ এবং স্টুডিও-এই দুটির মাঝে কোনটি বেশি উপভোগ করেন?
নয় মাস পর স্টেজ শো করতে যাচ্ছি। দীর্ঘদিন পর স্টেজে গান করতে যাচ্ছি। ভালো লাগছে। স্টুডিওতে আমি বেশি কমফোর্ট। তবে ভালো লাগে সবার উপস্থিতিতে গান গাইতে।
বর্তমান সময়ে কী নিয়ে ব্যস্ত আছেন?
সম্প্রতি দুটি গানের রেকর্ড করেছি। রেহান রাফির সাথে রাফাতের কম্পোজিশনে একটি গান করেছি ইউটিউব চ্যানেলের জন্য আর নতুন একজন কম্পোজার
শামীম, তার সাথে আরেকটি কাজ করেছি।
সমসাময়িক কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেন?
আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না আমার বড়ো মেয়ের নাম রোদেলা, ছোটবেলায় ও আমার সাথে কোথাও গেলে লোকজন তাকে জিজ্ঞেস করত, বড়ো
হয়ে মা'র মতো বিখ্যাত শিল্পী হতে চাও? ও সবসময় বলত না, আমি রোদেলা হতে চাই। শুরুতে আমার মন খারাপ হতো, আমার মেয়ে আমার মতো হতে চায় না। একটা পর্যায়ে এসে ভাবলাম, রোদেলাই ঠিক আছে। আমি কি কখনো অন্য কারো মতো হতে চেয়েছি? আমি অন্য কারো গান কভার করেছি, কিন্তু কখনো আমার গায়কী বিসর্জন দেইনি।
সংগীতজীবনে কোনো আফসোস আছে?
ওই গান আমার হলে ভালো হতো-এমন অনেক গান আছে। যেমন-ফোক গান আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কণ্ঠে অতটা মানায় না। কিন্তু আমার গা্িতে ইচ্ছে করে।
সংগীতজীবনে সবচেয়ে সুখের এবং সবচেয়ে দুঃখের স্মৃতি কী?
মা'র বয়সী একজন আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার মেয়ের মতো, তোমার গান আমার অনেক ভালো লাগে-এটা সুখের। আবার অনেক গুজব রটে যায়। যে জীবন আমি যাপন করিনি, সেটা নিয়েই মানুষের মাতামাতি-এটা কষ্টের। অনেকে শিল্পীর জীবন পাবলিক প্রপার্টি ভেবে জাজমেন্টাল হয়ে যায়। ব্যক্তিজীবন নিয়ে বেশি সক্রিয় হওয়ার চর্চাটা আমাকে দুঃখ দেয়।