ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কুড়িগ্রামের চিলমারীতে গত ২দিনের টানা বর্ষন ও দমকা হাওয়া উঠতি রোপা আমন ক্ষেতের ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। প্রবল বাতাসের তান্ডবে ধানের ক্ষেত পানিতে নুইয়ে পড়েছে। উপজেলার রানীগঞ্জ, কাচকোল, গাবেরতল, রাজারভিটা, পেদিখাওয়ার বন্দ, রমনা, ডাওয়াইটারী, পুটিমারী, বালাবাড়ীহাট এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। গাবেরতল এলাকার কৃষক রেজাউল করিম জানান, স্বর্ণা জাতের ধানের আবাদ ৩বিঘা জমিতে করেছেন। ধানের সবে মাত্র শিষ বের হয়ে কতকটা চাউল কতকটাতে দুধ হয়েছে। এর মধ্যেই গত রাতে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ২দিনের টানা বর্ষন ও বাতাসের তান্ডবে পানিতে নুইয়ে পড়েছে। মজাইডাঙ্গা এলাকার সাজু মিয়া জানান, ১মাস পরেই পুরোদমে ধান কাটাই-মাড়াই শুরু হতো কিন্তু ঘূর্ণিঝড়ের তান্ডবে তার ৫বিঘা জমির বিআর ১১ ধানের ক্ষেত পুরাটাই মাটিতে নুইয়ে পড়েছে। এগুলো আর হওয়ার সম্ভাবনা নেই। উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষান দাস জানান, ৫০ একর জমির রোপা আমন ক্ষেত ঝড় ও বাতাসের তান্ডবে নুইয়ে পড়েছে। এসব জমির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করলে ধানের ফলনের ক্ষতি কিছুটা কম হবে।