চোটের কারণে মিরপুর টেস্টে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় টেস্টের দলে থাকলেও এখনো চোটে ভুগছেন তিনি। তাই চট্টগ্রাম টেস্টেও তার খেলা হচ্ছে না। চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কনুইয়ের চোটে পড়েছিলেন বাভুমা। সেই চোটই এখন ভোগাচ্ছে প্রোটিয়া অধিনায়ককে। ধারণা করা হয়েছিল দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তিনি। তবে বাংলাদেশে আসলেও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না তার। তার চোট নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার কোচ জানিয়েছেন, ‘তার শারীরিক অবস্থা বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। সে একটা প্রক্রিয়া অনুসরণ করছিল কিন্তু আমরা ফলাফলের জন্য অপেক্ষা করিনি। মেডিকেলের দিক থেকে মনে হয়েছে, সে দ্বিতীয় টেস্টের জন্য ফিট নয় এবং তাকে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুত হওয়ার সময় দেওয়া হয়েছে।’ মিরপুর টেস্টে বাভুমার অনুপস্থিতিতে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মারক্রাম। বাভুমা খেলতে না পারায় এই ম্যাচেও প্রোটিয়াদের অধিনায়কত্ব করবেন মারক্রাম। তিনি ছাড়াও দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে আরও আছেন ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিজকে, টনি ডি জর্জি, কেশব মহারাজ, উইয়ান মাল্ডার, সানুরান মুথুসামি, ডেন পেটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, রিয়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইন। মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সেখানে বড় ভূমিকা রেখেছিলেন কাগিসো রাবাদা, কাইল ভেরেইনা, কেশভ মহারাজরা। ২৯ অক্টোবর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।