মিরপুরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টটি তাই বাংলাদেশের জন্য পরিণত হয়েছে বাঁচামরার লড়াইয়ে। সিরিজ বাঁচানোর এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে একটিই পরিবর্তন, পেসার তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। তাসকিন অবশ্য প্রথম টেস্টেও খেলেননি। সব মিলে স্কোয়াডে সদস্য সংখ্যা তাই ১৫-ই থাকছে। গত বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় বাংলাদেশ। ঐদিন রাতেই স্কোয়াড ঘোষণা করে বোর্ড। দুই দল অবশ্য এখনও ঢাকায় অবস্থান করছে। চট্টগ্রাম টেস্টের জন্য সাগরিকা খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের অনুশীলন শুরু হওয়ার কথা আগামীকাল রোববার। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী বাংলাদেশ ঢাকা থেকে চট্টগ্রামে যাবে শনিবার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্টটি।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও খালেদ আহমেদ।