ঢাকা মহানগরীর মাত্র ২০ শতাংশ এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থাকলেও ৮০ শতাংশ এলাকায়ই সেটি অনুপস্থিত। এর কুফল টের পাওয়া যায় বর্ষাকাল ছাড়াও যে কোনো সময় মহানগরীর বেশিরভাগ এলাকায় হালকা বৃষ্টিপাতে পানি জমে যাওয়া, তীব্র দুর্গন্ধ দেখা দেয়া এবং আশপাশের খাল ও নদ-নদীর পানির ভয়ানক দূষণের মধ্য দিয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেবল রাজধানীতেই নয়, বিভাগীয় জেলা-উপজেলা শহরেও মানসম্মত ড্রেনেজ, স্যুয়ারেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। ফলে বর্ষাকাল ছাড়াও বছরব্যাপী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়, বিশেষত স্কুলগামী ছাত্রছাত্রী ও নারী-শিশুদের ভোগান্তির শেষ থাকে না। স্যুয়ারেজ ব্যবস্থা না থাকায় সবচেয়ে করুণ ঢাকা মহানগরীর পরিস্থিতি। অপরিকল্পিত ভবন ও আবাসনের কারণে বৃষ্টির পানি খালে-বিলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই বললেই চলে। কেবল সাধারণ এলাকাগুলোয় নয়, নামিদামি আবাসিক এলাকাগুলোর অবস্থাও তাই। রাজধানীতে পানি সরবরাহের পাশাপাশি পয়োনিষ্কাশন সেবা দেওয়ার দায়িত্বও ঢাকা ওয়াসার। অথচ রাজধানীর ৮০ শতাংশের বেশি এলাকায় পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাই নেই। কাগজে কলমে যে ২০ শতাংশ এলাকায় ওয়াসার পয়োনালা রয়েছে, সেগুলোর বেশির ভাগই এখন অকেজো। ফলে অধিকাংশ পয়োবর্জ্য কোনো না কোনো পথে খাল ও নদীতে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, কোনো ধরনের সংস্কারকাজ না হওয়ায় ওয়াসার বিদ্যমান পয়োনিষ্কাশন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। ঢাকা ওয়াসা নিজেদের তৈরি মহাপরিকল্পনাতেই পয়োনিষ্কাশন ব্যবস্থা অকার্যকর থাকার বিষয়টি উল্লেখ করেছে। পয়োনিষ্কাশনের জন্য ২০১৩ সালে মহাপরিকল্পনা তৈরি করে ঢাকা ওয়াসা। এতে বলা হয়, পয়োবর্জ্য পরিবহনের প্রধান পাইপলাইন ‘ট্রাংক সুয়ারস’ নামে পরিচিত। ঢাকা ওয়াসার তিনটি ট্রাংক সুয়ারস আছে। এই লাইনগুলোর বেশির ভাগ এখন আর কার্যকর নেই। বর্তমানে যে ডেঙ্গুর প্রকোপ চলছে, এর পেছনেও স্যুয়ারেজ ব্যবস্থা না থাকার বড় ধরনের প্রভাব রয়েছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি চলাচল করতে না পেরে বিভিন্ন জায়গায় আটকে থাকছে। এর ফলে ডেঙ্গুজ¦রের ভাইরাসবাহী এডিস মশাসহ নানা ধরনের মশা-মাছি ও কীটপতঙ্গের উপদ্রব দেখা দিচ্ছে, যা মানসম্মত নগরে কোনোভাবেই কাম্য হতে পারে না। মানসম্মত স্যুয়ারেজ ব্যবস্থা না থাকার কারণে ওয়াসার পানি ও পয়ঃনিষ্কাশন লাইন একাকার হয়ে যাওয়ার ঘটনাও অনেক। এ অবস্থায় আধুনিক নগর জীবনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে ঢাকা মহানগরীসহ সব বিভাগীয় জেলা-উপজেলা পর্যায়ে স্যুয়ারেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে শতভাগ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যেমন নিশ্চিত করতে হবে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন এবং প্রয়োজনীয় অন্যান্য জরুরি কার্যক্রম বছরব্যাপী চালু রাখতে হবে। অন্যথায় পরিস্থিতির উন্নয়ন ও মানসম্মত নগরজীবন স্বপ্নই থেকে যাবে।