রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে বিনামূল্যের সরকারি ঘর দেয়ার কথা বলে ১৮ লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মধ্যপাড়া ও দক্ষিণপাড়া গ্রামে লাভলু, সুজা ও ফরিদ প্রতি ঘরের জন্য ২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঘর দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। শুক্রবার সকালে সরেজমিনে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি বাড়িতে নাম মাত্র কিছু ইট দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করেছে। বাকি রয়েছে ঘরের ওয়াল, সাদ ঢালাই, দরজা জানালা লাগানোর কাজ। পাকা ঘর বাড়ি নির্মাণের নামে আট জনের কাছ থেকে জন প্রতি দুই লাখ ৩০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে পারি জমিয়েছেন বিদেশে কেউ রয়েছেন আত্মগোপনে। উপজেলার কৈকুড়ী মধ্যপাড়া গ্রামের মৃত ছটকু মিয়া ছেলে অভিযুক্ত লাভলু মিয়ার সাথে মুঠোফোনেও কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পাকা ঘর নির্মাণ করার জন্য টাকা নিয়েছি। একটি বিদেশি সংস্থা কিছু ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। সে কারণেই আমরা এলাকাবাসীর কাছে টাকা নিয়েছি। সরকার পতনের পর এই ঘর গুলো সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এই চাঞ্চল্যকর ঘটনা এলাকায় জানাজানি হলে অভিযুক্ত হাফিজার রহমান পারি দেন বিদেশে। অপরদিকে লাভলু,সুজা ও ফরিদ রয়েছেন আত্মগোপনে। উপজেলার মধ্যপাড়া, দক্ষিণপাড়া, মংলা কোটি এলাকার আট জন মানুষের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টাকা করে মোট ১৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাদের পাকা ঘর নির্মাণের এক হাজার ইট দিয়েছে। মধ্যপাড়া গ্রামের শামসুলসহ অনেকেই জানান, লাভলু আওয়ামী লীগ করে দল ক্ষমতায় ছিল এজন্য সবসময় প্রভাব বিস্তার করেছে। ২ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে পাকা বাড়ি করে দেয়ার কথা বলে। এখন পাকা বাড়ি ও করে দেওয়ার নাম নাই টাকাও ফেরত দেওয়ার কোন খবর নাই। টাকা ফেরত চাইতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। তবে একজন ওয়ার্ডের নেতা হয়ে কিভাবে সরকারিভাবে বিনামূল্যের ঘর এনে কাজ করছে জানি না। ঘর প্রতি মানুষের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টাকা করে নিচ্ছে। মানুষজনও ঘর পাওয়ার আশায় টাকা দিচ্ছে। এপর্যন্ত কয়েক জন মানুষকে ঘর দিয়েছে কিন্তু এখনও ঘরের কাজ চার ভাগের এক ভাগও হয়নি। মোরশেদা বেগম নামে এক অসহায় নারী বলেন, শুনেছি সরকারিভাবে ঘর এসেছে গরীব মানুষকে দেওয়ার জন্য। কিন্তু সুজা দুই লাখ ৩০ হাজার টাকা করে নিয়েছে ঘর দেওয়ার জন্য। ঋণ করে টাকা দিয়েছি পাকা বাড়ি পাওয়ার আশায়। এখন পাকা বাড়ি ও নাই টাকাও নাই। বর্তমান সরকারের কাছে আমি বিচার চাই। এ ঘটনায় পীরগাছা থানায় কৈকুড়ী মধ্যপাড়া গ্রামের মৃত এন্তাজ মিয়ার ছেলে ছানোয়ার মিয়া বাদী হয়ে লাভলু,সুজা ও ফরিদসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ছানোয়ার মিয়া বলেন,এনজিও থেকে ঋণ করে টাকা দিয়েছি। দিন আনি দিন খাই মাথা গোজা আর ঠাই নাই। আশা করেছিলাম পাকা বাড়ি ঘর করে দিবে। তা না করে আমাদের কাছ থেকে সেই টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে হাফিজার রহমান। আমরা গরীব আমাদের দেখার মত কেউ নেই। লাভলু ও সুজা এলাকার প্রভাবশালী হওয়ায় কোন কিছু বলতে গেলে বিভিন্ন ভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এজন্য প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি। আমাদের মতো গরীবকে যারা মিথ্যা আশ্বাস দিয়ে ১৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। স্থানীয়রা জানান,শুনেছি সরকারিভাবে কিছু ঘর নির্মাণ করা হবে। সরকারিভাবে আসা ঘরের জন্য লাভলু,সুজা ও ফরিদকে ৮টি বিল্ডিং ঘর নির্মাণের জন্য টাকা দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত ঘর দেওয়ার কোন খবর নেই। দিনমুজুর আবু বক্কর সিদ্দিক বলেন,ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার বলে আমাদের বোকা বানিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আমরা এর বিচার চাই। লিটন মিয়া বলেন, এই দুনিয়ায় গরিবের কি বিচার নাই। সরকারি ঘর দেওয়ার নাম করি টাকা পয়সা নিছে এখন টাকা ও দেয়না ঘরও দেয় না। টাকা পয়সা চাইলে কয় কিসের টাকা। লাঠি নিয়ে আসে মারার জন্য। স্থানীয়রা আরোও জানান,ক্ষমতার দাপট দেখিয়ে প্রভাবশালী লাভলু,সুজা ও ফরিদ পাকা ঘর বাড়ি করে দেওয়ার নাম করে অসহায় ছানোয়ারসহ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তবে পাকা বাড়ি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এনজিও থেকে ঋণ করে ও গরু বিক্রির টাকা দিয়েও মেলেনি তাদের ভাগ্যে পাকা বাড়ি ঘর। এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি থানা পুলিশের কাছে অভিযোগটি পাঠিয়ে দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।