চট্টগ্রামের হাটহাজারীতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। জিসাস চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহ্বায়ক এসএম নাজিম উদ্দিন এবং সদস্য সচিব হাসান উদ্দিন স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়। গত বুধবার জিসাস চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক শিল্পী মো.আবুল হাসেম আজাদের সুপারিশকৃত অনুমোদিত পৌরসভা কমিটিতে আবদুল আউয়াল মঞ্জুর কে আহ্বায়ক ও মোহাম্মদ ওমর ফারুককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট জাসাস এর আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। একইদিন মো.আশফাকুল আবেদীন জিসানকে আহ্বায়ক এবং গাজী রাসেল হাসান কে সদস্য সচিব করে ১০৫ সদস্য বিশিষ্ট হাটহাজারী উপজেলা আহ্বায়ক কমিটিও অনুমোদন দেয়া হয়। এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করারও নির্দেশ প্রদান করা হয়েছে।