দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক পিক্যাব ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোঃ এনামুল হক (৪৫)নামে পিক্যাপ ভ্যানের এক চালক নিহত হয়েছে। মোঃ এনামুল হক নওগাঁ সদর উপজেলার সরিসপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের রহিম বখস উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোঃ মোজাম্মেল হক জানান, ঠাকুরগাঁ হতে একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে রহিম বখস উচ্চবিদ্যালয়ের সামনে একটি বিপরীতমুখী পিক্যাব ভ্যানকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে পিক্যাব ভ্যানের চালক গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বীরগঞ্জ থানার ওসি মোঃ আবদুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।