নওগাঁর মান্দায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশু শিক্ষার্থীর লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সাড়ে ৪ঘন্টা পর আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থীর নাম আবদুর রকিব (১০)। সে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে ও চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, লক্ষ্মীরামপুর গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের ছেলে মিশকাত হোসেন চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। বৃহস্পতিবার মিশকাত দুই বন্ধু নিহত আবদুর রকিব ও রবিউল ইসলামকে নিয়ে তার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বেলা ১২টার দিকে তিন বন্ধু বাড়ি পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় আবদুর রকিব নদীর পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সাড়ে ৪ঘন্টা পর আবদুর রকিবের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত আবদুর রকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।