পিরেজপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পিরেজপুর পৌর এলাকার উত্তর নামাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অপস্) মো: মুকিত হাসান খাঁন। গ্রেপ্তার আজগর আলী নামাজপুর এলাকার মৃত আনছার আলী শেখের পুত্র। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নামাজপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আজগরকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। তখন তার ঘর থেকে ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসগর আলী স্বীকার করে, জনৈক সাইফুল তাকে খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে দিত এবং সে তা পিরোজপুরের বিভিন্ন মাদক বিক্রেতাদের কাছে খুচরা বিক্রি করত। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: সোবাহান হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।