নীলফামারীর কিশোরগঞ্জে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম স্বপ্না। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট উপজেলা শাখা বৃহস্পতিবার সন্ধায় তার পানিয়ালপুকুর খয়েরদারগারপাড়া গ্রামের বাড়ির উঠানে এ মতবিনিময় সভার আয়োজন করেন। রাধারাণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান, মাহবুবিয়া দাখিল মাদ্রসার সুপার আবদুল জলিল ও পানিয়ালপুকুর স্কুল এ- কলেজের প্রধান শিক্ষক আবদুল মালেক প্রমূখ। সভায় উপস্থিত শতাধিক শিক্ষক নেতা আসন্ন এমপি নির্বাচনে তাকে সর্বাত্বক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।