গাইান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সদ্য চেয়ারম্যান শূণ্য পদটির জায়গায় প্রস্তাবিত তিন প্যানেল চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রীর দলীয় কর্মী হওয়ায় চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব উপজেলা প্রশাসনকে নেয়ার জন্য গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ইউনিয়নের সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) দুপুরে দুই শতাধিক ব্যাক্তি সাক্ষরিত একটি আবেদন করা হয়। আবেদন সুত্রে জানা যায়, ২১.১০.২৪ তারিখে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় (স্মারক নং ৪৩.০০.৩২০০.০০.০১৭.২৭.০০৪.২০-৮১৮)। এই পদে ০৮.০৩.২০২২ সালে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সাধারন সভায় ইউপি সদস্য ১. রফিকুল ইসলাম, ২. ইবরাহীম ৩. মোছা: শাহানা বেগমকে প্যানেল চেয়ারম্যন হিসাবে সিদ্ধান্ত নেয়া ছিল। কিন্তু তারা সদ্য পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রীর দলীয় কর্মী। তারা বিগত দিনে সরকারের বিভিন্ন অপকর্ম বাস্তবায়নে নাগরিকদের প্রতি নির্যাতন ও জুলমসহ মিথ্যা মামলার সাক্ষী দিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিতিকর পোষ্ট দিয়ে দেশকে অস্থিতিশীল করে। এমন ব্যাক্তিদের সাঘাটা উপজেলা প্রশাসনিক প্রাণ কেন্দ্র বোনারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দিলে এই ইউনিয়নের নাগরিক সেবা বঞ্চিত হবে। তাই সরকারের লক্ষ্য বাস্তবায়নে নাগরিকেদের সেবা নিশ্চিত করতে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যার পদে উপজেলা প্রশাসনকে দায়িত ¡দেয়ার অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো ইসাহাক আলী জানান, বোনারপাড়া ইউনিয়নের সদ্য শূন্য পদে সরকারি বিধি মোতাবেক কাজ করা হবে। তবে অভিযোগটি উর্ধত্বন কর্মকর্তা ব্যবস্থা নিবেন।