দিঘলিয়া উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে উপজেলা দিবস পালন করা হয়েছে। গতকাল বিকাল ৫ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি স্টার জুটমিলস ২নং গেটস্হ চত্ত্বরে দিঘলিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি বাবু সৌমিত্র কুমার দত্তের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আবদুস সালামের পরিচানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি'র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেম। প্রধান অতিথি তার বক্তৃতায় এরশাদের ৯ বছরের শাসন আমলের কথা তুলে ধরেন। সাথে সাথে উপজেলা গঠনের মাধ্যমে গ্রামের মানুষের উন্নয়নের সুফলের কথা তুলে ধরেন এবং এরশাদের আমলের পূর্ণাঙ্গ উপজেলা দেখতে চান আগামীতে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হক। সেনহাটি ইউনিয়ন জাতীয় পার্টি'র সদস্য সচিব আবু কায়ছেদ দিঘলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি'র সদস্য সচিব মোঃ রেজাউল করিম। মোঃ আসলাম হোসেন, মোঃ ইয়াকুব আলী হাওলাদার, ডাঃ মুজিবর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাঈদুর রহমান, মোঃ রাজীব হোসেন, মোঃ রনি, বাবু জগন্নাথ দাস প্রমূখ।