বাংলাদেশ স্কাউটস ভোলার দৌলতখান উপজেলার কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরি সভাপতি মনোনীত হন। সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান কে মনোনীত করা হয়। কমিটিতে যুগ্ম সম্পাদক পদে আবদুল হাই, স্কাউট লিডার পদে মোঃ জসিমউদদীন, কাব লিডার পদে ফরিদ হোসেন মনোনীত হন। এ সময় জেলা স্কাউটসের সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, কার্যনির্বাহী সদস্য আবু তাহের, দৌলতখান উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার রিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।