বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে পেশাগত কাজে সহযোগিতাসহ সার্বিক নিরাপত্তা চেয়েছেন সাংবাদিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান প্রশাসনের কর্মকর্তারা। গতকাল নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলামের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। দেশের বর্তমান প্রেক্ষাপটে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করে থানার ওসিকে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া বলেন, আওয়ামী লীগ সরকার আমলে সব রাজনৈতিক দলের কর্মসূচি পালনের সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। দৈনিক করতোয়া, ভোরের দর্পণ, রূপালী বাংলাদেশ, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদসহ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। তারা কারো দাসত্ব করেনি এবং কাউকেই বৈষম্যের নজরে দেখেনি। আওয়ামী লীগের কতিপয় নেতার দাসত্ব করা ব্যক্তিরা মিথ্যাচার করে সাংবাদিকের হুমকির মুখে ফেলেছে। নিরপেক্ষ থাকার পরও বগুড়া সদর থানার মামলায় ষড়যন্ত্রমূলক নন্দীগ্রামের দুই সাংবাদিককে ফাঁসানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা থেকে তার নাম প্রত্যাহার করার দাবিসহ পেশাগত কাজে সার্বিক নিরাপত্তা চান সাংবাদিকরা। উপস্থিত ছিলেন সাংবাদিক রাসেল মাহমুদ, তানসেন আলী মন্টু, আনোয়ার হোসেন, মিজানুর রহমান মুকুল, ইউসুফ আলী, সুলতান মাহমুদ, মেহেদী হাসান, ফরিদ উদ্দিন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।