রাজশাহীর বাঘায় মাদক সেবনের অপরাধে ভ্র্যাম্যমান আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বিনাশ্রমে তাদের এই কারাদ- প্রদান করেন। জানা গেছে, চোলাই মদ সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারা দন্ডরা হলো-উপজেলার বানিয়াপাড়া গ্রামের সাহাবুল আলীর ছেলে শুভ আলী, শামু আলীর ছেলে রতন আলী। এ ছাড়া গাজা ও চোলাইমদ সেবনের অপরাধে ৫ দিন করে কারাদন্ডরা হলো-তেথুলিয়া গ্রামের হজরত আলীর ছেলে সাইফুল ইসলাম, চকএনায়েত গ্রামের জমসেদ আলীর ছেলে বাবুল ইসলাম ও সরেরহাট গ্রামের সাহিনুল ইসলাম। এ বিষয়ে রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আলম বলেন, অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাছে নিজের দোষ শিকার করায় বিভিন্ন মেয়াদে কারাদ- দেন।