লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দিদার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন, আলেকজান্ডার মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পঞ্চম থেকে নবম শ্রেণির মেয়ে শিক্ষার্থী এবং বিদ্যালয় বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে বিনা মূল্যে এ টিকা দেওয়া হবে। এতে করে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৫ হাজার ২৪২ জন মেয়ে শিক্ষার্থী এবং বিদ্যালয় বর্হিভুত ৭৯৮ জন কিশোরী এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালিত এ কার্যক্রম চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার জানান, আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরয়ুমুখ ক্যান্সার সর্বোচ্চ চতুর্থ স্থানে রয়েছে। আর বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি সর্বোচ্চ দ্বিতীয় স্থানে। অল্প বয়সে বিয়ে, বেশি সন্তান জন্ম দেওয়া, ঘন ঘন গর্ভধারণ, একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো স্বামীদের কারণেও জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। কিশোরীদের এইচপিভি টিকা দিলে প্রায় ৯২ শতাংশ ক্ষেত্রে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ হতে পারে। এই টিকায় ক্ষতিকারক কোন পার্শ প্রতিক্রিয়া নেই। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে দ্রুত চিকিৎসায় জরায়ুমুখ ক্যানসার থেকে সুস্থ হওয়া সম্ভব।