দোকান বন্ধ করে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে ট্রেন লাইন পার হতে যেয়ে বাম পা কাটা পড়লো আসিফের (৪২)। তিনি ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া গ্রামের নওশের আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সিনেমা হল রোডের রেল ক্রসিংয়ে ঘটেছে। প্রত্যক্ষদর্শী লাভলু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আসিফ মোবারক শাহ জামে মসজিদে নামাজের উদ্দেশ্যে রেল লাইন পার হতে যায়।এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রেন ঝিকরগাছা স্টেশনে দাঁড়িয়ে ছিল। ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনটি ছেড়ে দেয়। তখন ট্রেনের চাকার নিচে আসিফের বাঁম পা চলে গেলে পা দ্বিখ-িত হয়ে যায়। দ্রুত তাকে ঝিকরগাছা হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি ঘটলে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত আসিফের পিতা ঝাউদিয়া গ্রামের নওশের আলী। আসিফের রেল স্টেশনের পাশে দোকান রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বেনাপোল রেলওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আমি বিষয়টি এখনো জানিনা।