দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (২৩ অক্টোবর) দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠনকল্পে পথের বাজার কমিউনিটি সেন্টারে সকল দোকানদার ও দোকান মালিকগণ জরুরী সভার আয়োজন করেন। ডাঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, আবেদ মোল্লা, আবুল কালাম আজাদ, সাজ্জাদ মোল্লা, খান মোহাম্মদ, আবদুল কাদের জনি, কুদরতে এলাহী স্পিকার।
সভায় সম্মিলিত মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। মোল্লা মনিরুজ্জামানকে সভাপতি ও খন্দকার ফারুখ হোসেনকে সাধারণ সম্পাদক করে বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ডাঃ সাহিদুর রহমান, খান রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোল্লা আসাদুজ্জামান, মোহাম্মদ আলমাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক, কোষাধ্যক্ষ ডাঃ শেখ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ গোলাম হোসেন, ক্রিড়া সম্পাদক সবুজ মীর ও দপ্তর সম্পাদক আক্তার হোসেন। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে আবু হানিফ, আনোয়ার হোসেন, ডাঃ আবদুর রহমান, জামির হোসেন, এনামুল শেখ, ও বাদশা মোল্লাকে। প্রধান অতিথি সাইফুর রহমান মিন্টু বলেন ঐক্যবদ্ধভাবে সকলে মিলেমিশে বাজার পরিচালনা করবেন বাজার উন্নয়নের স্বার্থে আমাদেরকে ডাকলে পাশে পাবেন।